রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

‘বেসরকারি খাতের স্বাস্থ্যসেবায় প্রয়োজন নীতিমালার বাস্তবায়ন’

স্বাস্থ্যনীতি সংলাপ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতের চিকিৎসাসেবার মান, ব্যয় এবং নিয়ম-শৃঙ্খলা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এ সমস্যার সমাধানে স্বাস্থ্য নীতিমালার বাস্তবায়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে প্রজেক্ট গ্রহণ এবং এ খাত সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। গতকাল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় বেসরকারি খাতের ভূমিকা ও করণীয় বিষয়ে আয়োজিত স্বাস্থ্য সংলাপে এ মন্তব্য করেন বক্তারা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইসিডিডিআরবির স্ট্রেনদেনিং হেলথ অ্যাপ্লায়িং রিসার্চ এভিডেন্স (শেয়ার) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইসিডিডিআরবির বিজ্ঞানী ও শেয়ার প্রকল্পের পরিচালক ড. ইকবাল আনোয়ার।

সর্বশেষ খবর