রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় ‘মহাস্থান’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘মহাস্থান’

শিল্পকলা একাডেমিতে গতকাল সন্ধ্যায় আড়াই হাজার বছরের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক আচার অনুষ্ঠানের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রত্ননাটক ‘মহাস্থান’-এর কারিগরি মঞ্চায়ন হয়েছে। একাডেমি প্রযোজিত এই প্রত্ননাটকে কাজ করেছেন তিন শতাধিক শিল্পী ও কলাকুশলী। ভালোবাস মোর গান : অডিও প্রযোজনা সংস্থা লেজার ভিশন প্রকাশ করেছে নজরুল সংগীতশিল্পী লুত্ফুন নাহার পাখির একক অ্যালবাম ‘ভালোবাস মোর গান’। গতকাল সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

কাজী আরিফ স্মরণ : গান, কবিতা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা ও আবৃত্তিকার কাজী আরিফকে স্মরণ করেছে তার পরিবার ও আবৃত্তি সমন্বয় পরিষদ। প্রথম মৃত্যুবার্ষিকীর এক দিন আগে গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ‘অঞ্জলি লহো মোর’ প্রতিপাদ্যে এই স্মরণানুষ্ঠান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর