শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব

আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
দায় অস্বীকার ওয়াসার

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর হালিশহরের কয়েকটি এলাকায় পানিবাহিত জন্ডিস ও ডায়রিয়া রোগে আক্রান্ত ৩১ রোগীর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি সরেজমিন খোঁজ নিতে ঢাকার রোগতত্ত্ব-রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল মঙ্গলবার চট্টগ্রাম আসেন। এদিকে, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গতকাল দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেন ‘ওয়াসার সরবরাহ করা পানিতে কোনো ধরনের জীবাণু নেই।’  স্থানীয়দের অভিযোগ, ‘হালিশহর এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানিতে যদি কোনো ধরনের জীবাণু না থাকে তাহলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে কেন? কারণ প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। তাহলে ওয়াসার এই বক্তব্য দায় এড়ানো ছাড়া কিছুই নয়।’ জানা যায়, কয়েকদিন ধরে আইইডিসিআর টিম আক্রান্ত রোগীর ব্যবহৃত পানির স্যাম্পল সংগ্রহ করেছে। এর মধ্যে অধিকাংশ রোগীই ওয়াসার পানি ব্যবহার করত। এ ছাড়া কেউ কেউ গভীর নলকূপের পানিও ব্যবহার করত। পক্ষান্তরে, তদন্ত টিমকে স্থানীয়রা ওয়াসার লাইনে মরিচা পড়া ও লাল পানি বের হওয়ার চিত্রও দেখানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর