শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

৩৬ পণ্যে শুল্কমুক্ত সুবিধা চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক, ওষুধসহ ৩৬টি পণ্য রপ্তানিতে থাইল্যান্ডের কাছে শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশের অর্থনৈতিক জোন এবং ওষুধ শিল্প নগরীতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা পদ্ধতি সহজ করার বিষয়েও বলা হয়। গতকাল সচিবালয়ে থাইল্যান্ডের ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক রিফর্মসবিষয়ক মন্ত্রী কোবসাক পোত্রাকুলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে থাইল্যান্ডের ১০০টি প্রকল্পে প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর