শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা বাতিল হচ্ছে না

প্রশ্ন ফাঁসের সুবিধা পেয়েছে অল্প শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১৭টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ের এমসিকিউ অংশের প্রশ্ন ফাঁস হয়েছে। তবে কোনো সৃজনশীল বা লিখিত প্রশ্ন ফাঁস হয়নি। শুধু ‘খ’ সেটের এমসিকিউ প্রশ্ন ফাঁস হলেও অল্প ছাত্র-ছাত্রী এর সুবিধা পেয়েছে। এদের সংখ্যা চার থেকে পাঁচ হাজারের বেশি হবে না। সংখ্যার বিচারে মাত্র শূন্য দশমিক ২৫ ভাগ শিক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছে। অল্প শিক্ষার্থী প্রশ্ন ফাঁসের সুবিধা পাওয়ায় প্রায় ২০ লাখ ছাত্র-ছাত্রীর পরীক্ষা বাতিল করা যুক্তিযুক্ত নয় বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বিকালে সচিবালয়ে প্রশ্ন ফাঁস-সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসএসসির কোনো পরীক্ষা বাতিল করা হচ্ছে না। এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পর তা খতিয়ে দেখতে আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করা হয় ৬ ফেব্রুয়ারি। কমিটির দেওয়া প্রতিবেদন নিয়েই গতকাল কথা বলেন শিক্ষামন্ত্রী।

প্রতিবেদনের তথ্য তুলে ধরে নুরুল ইসলাম নাহিদ বলেন, এসএসসিতে উন্মুক্তভাবে কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। ৯৯ দশমিক ৭৫ ভাগ শিক্ষার্থী ফাঁস হওয়া এমসিকিউ প্রশ্নটিও পায়নি। নগণ্য সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে ফেসবুকের ক্লোজড্ গ্রুপে প্রশ্ন পেয়ে থাকতে পারে। তাই এসএসসির ফলাফলে প্রশ্ন ফাঁসের প্রভাব পড়ার আশঙ্কা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া বেশির ভাগ প্রশ্ন ছিল ভুয়া। প্রশ্ন পাওয়া অল্প কিছু শিক্ষার্থীর জন্য ২০ লক্ষাধিক ছাত্র-ছাত্রীর পরীক্ষা পুনরায় নিয়ে তাদের ভোগান্তিতে ফেলা সমীচীন হবে না। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কোনো প্রশ্ন ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর