শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ডিএমপি-বিআরটিএ যৌথ অভিযান ৮ বাস চালকের দণ্ড

নিজস্ব প্রতিবেদক

ট্রাফিক আইন অমান্য ও লাইসেন্স না থাকায় রাজধানীতে ৮ বাস চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭ জন বাস চালককে এক মাস করে ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এবং মেরুল বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম সুজন। ডিএমপি সূত্র জানায়, শাহবাগে শিশুপার্কের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তানজিল পরিবহনের চালক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের চালক রোকন হোসেন বাবু, ইটিসি পরিবহনের চালক সুমন মৃধা, ৩ নম্বর পরিবহনের চালক সোহেল, খাজা বাবা পরিবহনের চালক সোহেল ও পুলিশের রিকুইজিশন বাসচালক রুবেলকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ইউনাইটেড পরিবহনের চালক দেলোয়ারকে ১৫ দিনের কারাদণ্ড এবং মৈত্রী পরিবহনের এক বাসচালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৮টি বাস ডাম্পিং ও ৭ বাসচালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে এক চালককে গাড়ির ফিটনেস ও রোড পার্মিট না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাড্ডায় এক বাসচালককে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর