শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ভারতে ফ্রি চিকিৎসা পাচ্ছেন ১০০ মুক্তিযোদ্ধা

১০হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেশী দেশ ভারত তাদের সামরিক হাসপাতালে বাংলাদেশের ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসার সুযোগ দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল জাতীয় জাদুঘর মিলনায়তনে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম প্রমুখ। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনটি উদ্যোগের ঘোষণা দেন। এর মধ্যে ভারতীয় সামরিক হাসপাতালগুলোয় ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা অন্যতম। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা ভারতীয় ভিসা কেন্দ্রে সাক্ষাতের তারিখ ছাড়াই আবেদন জমা দিতে পারবেন। তারা পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পান। এখন পর্যন্ত ১ হাজার ৫১ জন মুক্তিযোদ্ধা এ সুবিধা নিয়েছেন। ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি : এদিকে আগামী পাঁচ বছরে ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় হাইকমিশন। এজন্য ৩৫ কোটি টাকা ব্যয় হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর