শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

রমজানে সিএনজি স্টেশন বিকাল ৫টা থেকে রাত ১১টা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসে জাতীয় গ্রিডে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হবে। আর আসছে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে গ্রাহকদের লোডশেডিংমুক্ত রাখার জন্য জ্বালানি বিভাগ কাজ করছে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হবে। আর রমজানের সময় পিক আওয়ারে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ রাখতে হবে। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে রমজানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। তিনি বলেন, আসছে রমজান মাসে পিক আওয়ারে অধিক বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জামাদি ব্যবহার বন্ধ রাখতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর