সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

সিটি নির্বাচনে ভরাডুবি অস্তিত্ব সংকটে জাপা!

বিকল্প উপায় খুঁজছে কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি নির্বাচনে ভরাডুবির পর অস্তিত্ব সংকটে পড়েছে মহানগর জাতীয় পার্টি (জাপা)। মেয়র প্রার্থী মুশফিককে দল থেকে অব্যাহতি ও মহানগর কমিটি বিলুপ্তের পর এ সংকট তৈরি হয়েছে। মহানগর জাপার হাল ধরার জন্য দলের পদত্যাগকারী নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা দায়িত্ব নিতে অস্বীকার করছেন। ফলে খুলনায় দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিকল্প উপায় খুঁজছে কেন্দ্রীয় কমিটি। জানা যায়, মহানগর জাপার সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি মুশফিকুর রহমান ২০১৭ সালের ২৮ জানুয়ারি জাপায় যোগ দিলে তৃণমূলে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ওই বছরের ১৪ মার্চ দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ খুলনায় এসে মুশফিককে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। এর প্রতিবাদে মহানগর জাপার সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক গাউসুল আজম ও এম এ আল মামুনসহ শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেন। এরপর দলটি স্থানীয় রাজনীতিতে আর ঘুরে দাঁড়াতে পারেনি। এদিকে গত ১৫ মে সিটি নির্বাচনে জাপা মেয়র প্রার্থী মুশফিক ১ হাজার ৭২ ভোট পেয়ে জামানত হারানোর পর নতুন করে অস্তিত্ব সংকটে পড়ে দলটি। নির্বাচনের পর কেন্দ্রীয় কমিটির নির্দেশে মহানগর কমিটি বিলুপ্ত ও মুশফিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে খুলনায় নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে জাপা। খুলনা মহানগর জাপার সাবেক সভাপতি মো. আবুল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের চক্রান্তে দলের এই বিপর্যয় তৈরি হয়েছে। পাশাপাশি দলের চেয়ারম্যান নিজেও এই পরিস্থিতির জন্য দায়ী। একজন খুনে অভিযুক্তকে খুলনার রাজনীতিতে এনে মেয়র প্রার্থী করার আগে তার ব্যাপারে খোঁজখবর করা উচিত ছিল। এখন খুলনার মানুষ জাপাকেই প্রত্যাখ্যান করেছে।’ তিনি বলেন, ‘আমাকে চেয়ারম্যান ও মহাসচিব বলেছেন এখন দলের হাল ধরতে কিন্তু আমি তাতে রাজি নই। আমি এখন জাপার হাল ধরলে আমাকেই মানুষ প্রত্যাখ্যান করবে।’

জেলা জাপার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শফিকুল ইসলাম মধু বলেন, ‘জাপা একটি বড় রাজনৈতিক দল। দলের প্রয়োজনে কমিটি গঠন করা হয়। আবার দলের প্রয়োজনেই কমিটি ভাঙা হয়।’ তিনি বলেন, ‘খুলনায় জাপার অসংখ্য ত্যাগী নেতা-কর্মী রয়েছে। শিগগিরই উপযুক্ত ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।’

 

সর্বশেষ খবর