রমজান উপলক্ষে ভোক্তাদের জন্য ছোলা, মসুর ডাল ও খেজুর এই তিন পণ্যের দাম কমিয়েছে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিকেজি ছোলা ৭০ টাকার স্থলে ৬৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকার স্থলে ৫০ টাকা এবং প্রতিকেজি খেজুর ১২০ টাকার স্থলে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রোজার প্রথমদিন থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে এই হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটির মুখপাত্র হুমায়ূন কবীর। তিনি জানান, ছোলা, ডাল ও খেজুরের দাম কমলেও চিনি ও ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের দামেই। ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিকেজি চিনি ৫৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৫ টাকা করে।