বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে বাস খাদে প্রাণ গেল কিশোরের

পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী মোস্ত মাঝির মোড়ে যাত্রীবাহী স্বাধীন পরিবহনের একটি বাস টার্নিংয়ের সময় খাদে পড়ে যায়। এতে কবির হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এদের মধ্যে দুজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কবিরের বাড়ি কিশোরগঞ্জের ইটনা থানার বশি্শঘোড়ায়। বর্তমানে সে মোহাম্মদপুর রায়েরবাজার সাদেকখান রোড ৮৬/১ নম্বর বাসায় থাকতেন। রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট আরিফুল ইসলাম জানান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় সকালে রামপুরা থেকে ডেমরাগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে বাসটি উদ্ধার করতে গিয়ে বাসের নিচ থেকে কবিরের লাশ উদ্ধার করা হয়। কবির দিনমুজর ছিল। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে প্রায় ৩০ জন আহত হয়েছেন।

দুজনের অস্বাভাবিক মৃত্যু অপরদিকে গতকাল সকালে উত্তর বাড্ডায় বিষপানে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে, গতকাল সকালে মতিঝিল এজিবি কলোনির পাশে নির্মাণাধীন বহুতল ভবনের উপর থেকে ভারী কোনো বস্তু নিচে পড়ে কোকিলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর