শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা
ত্রিশালে রাষ্ট্রপতি

নজরুল জাগরণ সাম্যের কবি

ময়মনসিংহ প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলা সাহিত্য-সংগীতের অন্যতম পথিকৃৎ যুগস্রষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কালজয়ী প্রতিভা ও জীবনদর্শন, মানবিক মূল্যবোধের স্ফুরণ, সমৃদ্ধিশালী লেখনী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুলমঞ্চে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি আরও বলেন, নজরুল শুধু বাংলার জাতীয় কবি নন, তিনি জাগরণের কবি, সাম্যের কবি। তিনি শোষণ, বঞ্চনা, অত্যাচার, কুসংস্কার ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর লেখনীতে তুলে ধরেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, আমাদের জাতীয় সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নজরুলের লেখনী আমাদের উজ্জীবিত করেছে। তাঁর জাতীয়তাবোধ বাঙালির অনন্ত প্রেরণার উৎস। পরাধীন ব্রিটিশ আমলে সব ভয়ভীতি উপেক্ষা করে তিনি বাংলা ও বাঙালির জয়গান গেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর