শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরপর জুন মাস থেকে বর্ষার মৌসুম শুরু হওয়ায় খুব শিগগিরই কমছে না বৃষ্টির দাপট।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজও গত কয়েক দিনের মতো বৃষ্টির আনাগোনা চলবে। তবে আগামীকাল থেকে রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দেশের বেশ কিছু জায়গার বৃষ্টি হবে বলে জানা গেছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এর মধ্যে অন্যতম। দুই দিন কিছুটা কমলেও এরপর আবার সপ্তাহজুড়ে চলবে বৃষ্টির তাণ্ডব। মে মাসের পুরোটাজুড়েই রয়েছে বৃষ্টির প্রকোপ। এরপর জুন শুরু হলেই ঋতুতে আগমন ঘটবে বর্ষার। আর বর্ষায় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। অন্য বছরের তুলনায় এ বছর বর্ষার অনেক আগেই শুরু হয়েছে বৃষ্টি। যা অন্য বছরের তুলনায় কয়েকগুণ বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ খবর