শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

গাজীপুর সিটিতেও ভোট চুরির ষড়যন্ত্র করছে সরকার

------- ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি নির্বাচনে সরকার ‘ভোট চুরির ষড়যন্ত্র’ করছে অভিযোগ করে এর বিরুদ্ধে পাল্টা কৌশল নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। গতকাল দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সংশোধন করে সরকারি দলের এমপিদের গাজীপুর নির্বাচনে প্রচারণার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। তারা জানেন, জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবেন না। সেজন্য সরকার গাজীপুরে অন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে ভোট চুরির ষড়যন্ত্র করছে। আমরাও বলতে চাই, খুলনার অভিজ্ঞতা মূল্যায়ন করে গাজীপুরে সরকারের যে ভোটের নীলনকশা আছে, তা প্রতিরোধ করার জন্য আমরাও আমাদের পরিবর্তিত কৌশল নিয়ে নির্বাচনে থাকব।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ড্যাবের অধ্যাপক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পরিচালনায় এতে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ বক্তব্য দেন। সরকারের উদ্দেশে ড. মোশাররফ বলেন, ‘আমরা বলতে চাই, আপনারা যত কূটকৌশল করুন না কেন, আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে থাকব। আমাদের হটাতে পারবেন না, আমাদের নির্বাচনের মাঠ থেকে সরাতে পারবেন না।’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ জানে প্রত্যেক জেলা, প্রত্যেক নির্বাচনী এলাকায় সরকারদলীয় এমপি বা তাদের বড় বড় নেতার ছত্রচ্ছায়া ছাড়া কোনো মাদক ব্যবসা চলতে পারে না, প্রশাসনের যোগসাজশ ছাড়া মাদক ব্যবসা চলতে পারে না। কারা মিয়ানমার থেকে মাদক আমদানি করে সরকার তাদের চেনে। তার পরও তাদের গ্রেফতার করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘সাধারণত যারা মাদক ক্যারিয়ার করে তাদের ঢালাওভাবে বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে; যাতে তাদের মাধ্যমে আওয়ামী লীগের গডফাদারদের, নেতাদের নাম সবাই জেনে ফেলতে না পারে, মিডিয়া জেনে ফেলতে না পারে সেজন্য আজকে এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। না হলে মাদক নির্মূলের জন্য হত্যাকাণ্ডের প্রয়োজন হয় না।’

সর্বশেষ খবর