সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

বাইরের চাপে অভিযান থামবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক

বাইরের চাপে অভিযান থামবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাইরের কারও চাপে দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযান বন্ধ হবে না। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের পর্যবেক্ষণের অধিকার রয়েছে, তা তারা করুক। আমাদের বিদেশি কোনো বন্ধু পর্যবেক্ষণ করতে চাইলে করুক। কারও চাপের কাছে আমরা নতি স্বীকার করব না, নতি স্বীকার করব বাংলাদেশের জনগণের চাপে। জাতিসংঘের  অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) বাংলাদেশে চলমান এই মাদকবিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানোর পর গতকাল ওবায়দুল কাদেরের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একরামের ঘটনায়  কেউ দোষী হয়ে থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে কী না-প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, একরামের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বলেছি। যদি তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ, ওখানে যারা তাকে দোষী সাব্যস্ত করেছেন, তারাই  দোষী হিসেবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় কি র‌্যাবের বড় অফিসাররা বাদ গেছে? তাদের ফাঁসির অর্ডারও হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান সর্বাত্মক রূপ নিয়েছে, দেশের জনগণ খুশি। কারণ দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে যে মাদক, তা থেকে তাদের রক্ষা করার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি দেশের জনগণও ভবিষ্যতের দিকে তাকিয়ে। আন্দোলন ‘ব্যর্থ হওয়ার হতাশা’ থেকেই বিএনপি মাদকবিরোধী অভিযানের সমালোচনা করছে মন্তব্য করে তিনি বলেন, সরকারের ভালো কাজে জনপ্রিয়তা বাড়ছে তা তারা সইতে পারছে না।

জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করবে :এদিকে,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের বিজয় হবে। কারণ জনগণ এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই বিজয়ী করবে। তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে। গাজীপুরে সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগের ৪২৫টি কেন্দ্রভিত্তিক কমিটি করায় যুবলীগকে ধন্যবাদ জানান। এ সময় ওবায়দুল কাদেরের হাতে কেন্দ্রীয় কমিটির তালিকা তুলে দেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এর পর পর যুবলীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটির তালিকা সেতুমন্ত্রীর হাতে তুলে দেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী যুবলীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এতে যুবলীগ সাধারণ সম্পাদক মো.  হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট বেলাল হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, কার্যনির্বাহী  সদস্য ব্যারিস্টার শেখ ফজলে ফাহিম, যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা প্রমুখ বক্তব্য রাখেন। ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু, মানবতার ইস্যু, দীর্ঘ ৬৮ বছরের সিটমহল ইস্যু, সমুদ্র জয়, মহাকাশ জয় করে মানব কল্যাণের রাজনীতির ইতিহাস রচনা করেছেন।

সর্বশেষ খবর