সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

টিকিট কালোবাজারি আটকের পর রফা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নতুন রেল স্টেশনে এক টিকিট কালোবাজারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠেছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) তাকে আটকের প্রায় চার ঘণ্টা পর ৩০ হাজার টাকার দফারফায় ছেড়ে দেয়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছে রেলওয়ে পুলিশ। জানা যায়, ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে শনিবার সন্ধ্যা ৭টায় আলমগীর হোসেনকে সিলেট নতুন রেল স্টেশন থেকে আটক করে আরএনবি। আলমগীর স্টেশনের অভ্যন্তরে রোজেস ফাস্ট ফুড নামের একটি দোকানের মালিক। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। আটকের সময় তার কাছ থেকে ২০টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। আটকের পর আলমগীরকে আরএনবি সিলেট রেলওয়ে শাখার প্রধান পরিদর্শক নুর মোহাম্মদের কাছে নিয়ে যায়। সেখানে রাত ১১টা পর্যন্ত তাকে আটকে রাখার পর ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়।

আইন অনুসারে, টিকিট কালোবাজারিকে আটক করলে তাকে রেলওয়ে (জিআরপি) থানায় সোপর্দ করার কথা। অথচ আলমগীরকে থানায় সোপর্দ দূরের কথা, বিষয়টি থানায় জানায়নি আরএনবি। এ ব্যাপারে জিআরপি সিলেটের ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, টিকিট কালোবাজারি আটকের বিষয়টি জেনেছি। কিন্তু আরএনবি আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেনি। আমরা এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছি। এ বিষয়ে কথা বলতে আরএনবি সিলেট রেল শাখার প্রধান পরিদর্শক নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর