সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে বঞ্চিতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা (উত্তর) যুবদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে উত্তর জেলা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাসান মিঠু, মুলাদী উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, মঞ্জুর হোসেন মিলন এবং সাইদুল আলম সেন্টুসহ বিভিন্ন উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে সদ্য ঘোষিত উত্তর জেলা যুবদলের কমিটি প্রত্যাখ্যান এবং ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি অশ্বিনী কুমার হলের প্রধান ফটক অতিক্রমের আগেই পুলিশ তাদের বাধা দেয়। প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য এবং স্লোগান দেওয়া হয়। পহেলা জুন গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লাকে সভাপতি এবং মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি শাহাবুদ্দিন পিপলুকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা (উত্তর) যুবদলের কমিটি ঘোষণা করে কেন্দ্র। প্রত্যাশিত পদ না পাওয়ায় ইতিমধ্যে এই কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মনির হোসেন দেওয়ান এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া নেতাদের দাবি, যুবদলের কমিটি গঠন করা হয়েছে টাকার বিনিময়ে। ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের পাশ কাটিয়ে সিনিয়র নেতারা তাদের স্বার্থ রক্ষার জন্য সুবিধাভোগী নেতাদের দিয়ে কমিটি গঠন করেন। ক্ষুব্ধ নেতাদের দাবি, ঢাকায় বসে যুবদলের কমিটি নিয়ে ঈদ বাণিজ্য করেছে কেন্দ্রীয় নেতারা। তারা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে যুবদলের জেলা কমিটি গঠনের দাবি জানান। 

সর্বশেষ খবর