সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

উন্নয়নই জলাবদ্ধতার মূল কারণ!

সেমিনারে ঢাকার নদী খাল উদ্ধারের দাবি

নিজস্ব প্রতিবেদক

জলাবদ্ধতাবিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন, খাল, জলাধার ও নিম্নাঞ্চল দখল এবং ভরাটের কারণে ঢাকা শহরে জলাবদ্ধতা হচ্ছে। প্রাকৃতিক পানিনিষ্কাশন নালাগুলোয় প্রভাবশালী মহলের দখলদারিত্ব চলছে। এসব দখলমুক্ত করা এতই কঠিন হয়ে পড়েছে যে, একটি খাল উদ্ধার করতে গেলে সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। এ জন্য এখন ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে হলে ঢাকার চারপাশের নদী ও বিদ্যমান ৪৩ খালসহ একটি প্রকল্প করে বাংলাদেশ সেনাবাহিনীকে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাজধানীর জলাবদ্ধতার প্রতিবন্ধকতা ও উত্তোরণের উপায়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (সিডিজেএফবি)। সেমিনারে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশল বিশেষজ্ঞ ম. ইনামুল হক। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিন আবদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিপের নির্বাহী কর্মকর্তা ফজলুল হক চৌধুরী, আন্তর্জাতিক দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অরলা মারফি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরীফ উদ্দিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্পের পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ। ফজলে হোসেন বাদশা বলেন, ‘দেশের অর্থনীতিসহ সবকিছু ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু এটা হতে পারে না। গাইবান্ধা থেকে লোক এসে ঢাকার শিল্প-কলকারখানায় কাজ করবে এটা সঠিক না। তাদের জন্য সেখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ঢাকাকেন্দ্রিক সবকিছু করার এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’  মো. জামাল মোস্তফা বলেন, ‘ঢাকা শহরের পানি কোথায় সরাব? বুড়িগঙ্গার তলদেশে ময়লা-আবর্জনা। আমার জীবনে কখনো দেখিনি এই নদী ড্রেজিং করতে। তুরাগ, বালু দখলদারদের কবলে। ৭০-৭৫টি খাল ছিল, অথচ এখন ৪৩টির চিহ্ন পাওয়া যাচ্ছে। সেগুলোও দখলদার কবলে।’ ফজলুল হক চৌধুরী বলেন, ঢাকাকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কাজ হওয়ায় ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে। অরলা মারফি বলেন, ঢাকায় এখন এক কোটি ৮০ লাখ জনসংখ্যা। আর এই জনসংখ্যা প্রতি বছর ৪ ভাগ হারে বাড়ছে। ঢাকার সমস্যার লাগাম টেনে ধরার এখনই সময়। খান মোহাম্মদ বিলাল বলেন, নদী ও খালের দখলদারিত্ব দেখভালের দায়িত্ব যাদের, তারা সঠিকভাবে এ দায়িত্ব পালন করছে না। আইন থাকলেও তার প্রয়োগ নেই। এ কারণে ঢাকা শহরের আশপাশের সব নিচু ভূমি ও জলাশয় ভরাট হয়ে গেছে।

সর্বশেষ খবর