সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

টিকিটের মূল্য বেশি রাখায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম বাসের টিকিটের মূল্য বেশি নেওয়ায় ও কাউন্টারে মূল্য তালিকা না থাকায় চার পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রাজধানীর শ্যামলী বাস কাউন্টারে বিশেষ অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে সংস্থাটি। প্রতিষ্ঠানগুলো হলো— এম আর পরিবহন, এস পি গোল্ডেন এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও রয়েল কোচ। প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল। আর অভিযানে সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা। উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের জন্য অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যান্য সময়ের তুলনায় টিকিটের দাম বেশি নিচ্ছে এমন অভিযোগে রবিবার শ্যামলী বাস কাউন্টারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অগ্রিম টিকিটের মূল্য বেশি রাখায় ঢাকা থেকে সাতক্ষীরা রুটের এম আর পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এ ছাড়া টিকিট কাউন্টারে মূল্য তালিকা না থাকায় একই রুটের এস পি গোল্ডেন এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা-কলকাতা, ঢাকা-টেকনাফ রুটের রয়েল কোচকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তিনি বলেন, বাস কাউন্টারে রবিবার প্রথম অভিযান হয়েছে তাই জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ আইন যথাযথ পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা এ নির্দেশনা না মানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর