সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর সিটি নির্বাচন

প্রধান দুই প্রার্থীর ভোট প্রার্থনা

গাজীপুর প্রতিনিধি

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই দলের মেয়র প্রার্থীই গতকাল ইফতার মাহফিলে অংশ নিয়ে ভোট প্রার্থনা করেছেন। এ সময় তাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

আওয়ামী লীগ : আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ও বাসনে ৩টি পৃথক ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগ বাসন উচ্চ বিদ্যালয় মাঠে, টঙ্গী থানা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এবং ৫৬ নম্বর ওয়ার্ড রেনেসা স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, নগরপিতা হওয়ার মতো যোগ্য প্রার্থীকে আমরা মনোনয়ন দিয়েছি। গাজীপুরবাসীই সিদ্ধান্ত নেবে তারা নগরপিতা নির্বাচন করবে, নাকি নগরনাতি নির্বাচন করবে। তিনি আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচন হবে সরকার ও নির্বাচন কমিশনের অগ্নিপরীক্ষা।

সর্বশেষ খবর