শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগের বিধান চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগের বিধান চায় সংসদীয় কমিটি

প্রস্তাবিত বস্ত্র বিলে রাষ্ট্রায়ত্ত মিলগুলোতে নিশ্চিতভাবে বেসরকারি বিনিয়োগের সুযোগ রাখার বিধান চায় সংসদীয় কমিটি। তবে বিলটি এখনই চূড়ান্ত করার পক্ষে নন কমিটির সদস্যরা। বিলের ২৪টি ধারা ও ৬০টি উপধারা নিয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত নেওয়ার সুপারিশ করেছেন কমিটির সদস্যরা। সংসদ ভবনে গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংসদে উত্থাপিত ‘বস্ত্র বিল ২০১৮’ নিয়ে আলোচনাকালে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, ডা. মো. এনামুর রহমান ও সাবিনা আক্তার তুহিন অংশ নেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, খসড়া আইনটিতে রাষ্ট্রায়ত্ত মিলগুলোর ব্যবস্থাপনা তদারকি ও আধুনিকায়নের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে জি টু জিসহ বেসরকারি বিনিয়োগের সুযোগও রাখা হয়েছে। বাংলাদেশের বস্ত্র খাতকে যুগোপযোগীকরণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে সহায়তাকরণ, টেকসই উন্নয়ন, বিনিয়োগ আকৃষ্টকরণ, আধুনিকায়ন, সমন্বয় ও মান নিয়ন্ত্রণ, বস্ত্র শিক্ষা ক্ষেত্রে চাহিদাভিত্তিক কারিকুলাম প্রণয়ন, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে।

সর্বশেষ খবর