শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনের মাঠে নামল প্রশাসন

বরিশালে অবৈধ ব্যানার পোস্টার খুলল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অবৈধ ব্যানার পোস্টার খুলল নির্বাচন কমিশন

বরিশালে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বিলবোর্ড গতকাল অপসারণ করে নির্বাচন কমিশন —বাংলাদেশ প্রতিদিন

৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন। এ উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণামূলক বিলবোর্ড, ব্যানার, পোস্টার, আলোকসজ্জা, তোরণসহ সব ধরনের প্রচারসামগ্রী অপসারণে অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সকাল সাড়ে ১০টায় ইসি নগরের পাঁচটি এলাকায় একযোগে এ অভিযান শুরু করে। এর মধ্যে প্রথম দিন নাজিরের পোল থেকে জিলা স্কুল মোড়, মড়কখোলা পোল থেকে নতুন বাজার-বি এম কলেজ, নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কাশীপুর, রূপাতলী থেকে দপদপিয়া ও আমতলা মোড় থেকে নথুল্লাবাদ পর্যন্ত সব ধরনের অবৈধ প্রচারসামগ্রী অপসারণ শুরু করে নির্বাচন কমিশন। প্রতিটি দলে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন নির্বাচনের একজন সহকারী রিটার্নিং অফিসার, মেট্রোপলিটন পুলিশ সদস্য ও সিটি করপোরেশনের সদস্যরা ছিলেন। নাজিরের পোল এলাকায় অবৈধ নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের আনুষ্ঠানিক অভিযানে সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ উপস্থিত ছিলেন। সহকারী রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান জানান, ইসির নির্দেশ অনুযায়ী এ কার্যক্রম শুরু হয়েছে। পুরো মহানগর থেকে অবৈধ নির্বাচনী সামগ্রী অপসারণ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর