শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনের মাঠে নামল প্রশাসন

সিলেটে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করল করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করল করপোরেশন

সিলেটে গতকাল থেকে ব্যানার ফেস্টুন অপসারণ শুরু করে সিটি করপোরেশনের কর্মীরা —বাংলাদেশ প্রতিদিন

আগামী মাসে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নগরবাসীর মনোযোগ কাড়তে কৌশলে ঈদ শুভেচ্ছা, দলীয় শীর্ষ নেতাকে অভিনন্দন জানানো, আড়ালে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। গতকাল সকালে এসব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ শুরু করেছে সিটি করপোরেশন। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হক জানান, নির্বাচনের আইন ও বিধি অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না হওয়া পর্যন্ত কেউ ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট, বিলবোর্ড এসব লাগাতে পারবেন না। কেউ লাগালে তা হবে আচরণবিধি লঙ্ঘন। তিনি আরও জানান, নগরীতে ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন  কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট, জিন্দাবাজার প্রভৃতি এলাকায় লাগানো ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা খাতুন, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর