শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

স্ত্রী-ছেলের হাতে মৃত্যু

স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকায় স্ত্রী-ছেলের হাতে এক শরবত বিক্রেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১২টার দিকে মানিকনগরে রফিকুল ইসলাম (৪৮) নামে ওই শরবত বিক্রেতাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ অভিযোগে তার স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। আটকরা হলেন— স্ত্রী বিথী বেগম (৩৪), ছেলে রাব্বী (১৯), মাসুদ (২০), রায়হান (১৮) ও জুয়েল (১৯)। মুগদা থানার এসআই রহিদুল ইসলাম জানান, রফিকুল বাগেরহাট সদর উপজেলার বেসরগাতি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী বিথী আক্তার, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মুগদা উত্তর মানিকনগরের জয়নাল মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকতেন। তিনি টিটিপাড়া এলাকায় শরবত বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ লেগেই ছিল। এর জেরে গত রাতে তার স্ত্রী বিথী তার বড় ছেলে রাব্বী (১৯) ও তার তিন বন্ধুকে বাসায় ডেকে এনে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। ঢামেক হাসপাতালে রফিকুলের খালাতো ভাই মোস্তাক ফকির বাদল জানান, রফিকুল দুই বছর ধরে তার স্ত্রীকে নিয়ে টিটিপাড়ায় থাকতেন। এর আগে রফিকুল কসাইয়ের কাজ করতেন। তাদের পরিবারে সব সময় ঝগড়া লেগেই থাকত। এদিকে রাজধানীর মেরাদিয়ায় স্বামীর মারধরে আহত অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম নাছিমা আকতার (২২)। গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নাছিমা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালুয়া গ্রামের মাহমুদ আলীর মেয়ে। ঢামেকে নাছিমার মা রোকেয়া অভিযোগ করেন, মেরাদিয়া মধ্যপাড়ার খালেকের বাড়িতে তাদের সঙ্গেই তার মেয়ে ও জামাই অহিদুল ইসলাম উজ্জল থাকত। নাছিমা-উজ্জল দম্পতির এক ছেলেও রয়েছে। দুই সপ্তাহ আগে পারিবারিক কলহের জের ধরে তার স্বামী তাকে ৩ মাসের অন্তঃসত্ত্বা থাকাবস্থায় মারধর করে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে আজ (বৃহস্পতিবার) বিকালে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর