শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

নানা আয়োজনে বিশ্বসংগীত দিবস উদ্‌যাপিত

সাংস্কৃতিক প্রতিবেদক

নানা আয়োজনে বিশ্বসংগীত দিবস উদ্‌যাপিত

‘বিশ্ব ভরে উঠুক মানবতার জয়গানে’ স্লোগানে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা বিশ্বসংগীত দিবস উদ্যাপন করেছে। দিনের কর্মসূচি সাজানো ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে বেলুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শেষে জাতীয় নাট্যশালার লবিতে পিয়ানো বাজান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। পাশাপাশি শিল্পীদের মিলনমেলায় অংশ নেন বিভিন্ন শ্রেণির শিল্পী। এরপর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হয় আলোচনা সভা। বিশিষ্ট শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর সভাপতিত্বে এতে আলোচক ছিলেন গাজী আবদুল হাকিম। স্বাগত বক্তৃতা করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মো. সোহরাব উদ্দিন। প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, সংগীত মানুষকে মানবিক করে, ভালোবাসতে শেখায়। সেটা কখনো ব্যক্তিকে, কখনো প্রকৃতিকে, কখনো আবার দেশকে। একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীকে মানসিক শক্তি, মনোবল জাগিয়েছিল এই সংগীত। আসুন আমরা এই সংগীতকে ভালোবাসতে শিখি। এরপর সাংস্কৃতিক           পর্বে শিল্পী চন্দন দত্তের পরিচালনায় সমবেত যন্ত্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশ যন্ত্রশিল্পী ফোরাম, শিল্পকলা একাডেমি শিশু সংগীত দল, শিশু একাডেমি ও সরকারি সংগীত মহাবিদ্যালয়ের শিল্পীরা। ব্যান্ডসংগীত পরিবেশন করে জলের গান ও গানপাগল। একক বেহালা পরিবেশন করেন শিল্পী রূপসী মমতাজ। অন্যদিকে দিবসটি উদ্যাপনে সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ‘বিশ্ব ভরে উঠুক মানবতার জয়গানে’ স্লোগানে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন নোয়াখালীর আঞ্চলিক গানের প্রবীণ শিল্পী মো. হাসেম। আয়োজনের অংশ হিসেবে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। যাতে বাংলাদেশসহ বিশ্বের ৩০ জন কৃতী সংগীতজনের প্রতিকৃতিসংবলিত ফেস্টুন স্থান পায়। এরপর লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে হয় আলোচনা সভা। এ ছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ফেঁত-দো-লা-মিউজিক’ শীর্ষক সুরের আসর। এতে বাংলা, ইংরেজি, ফরাসি ভাষায় একক ও দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। পিয়ানো, গিটার আর বাঁশির পরিবেশনায় ভিন্ন এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর