মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সরকারি চাকরিতে শূন্যপদ ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক

সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ২ লাখ ৯০ হাজার ৩৪৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সর্বাধিক শিক্ষা মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ে মোট ৫৮ হাজার ৯৮৯টি পদ শূন্য রয়েছে। তার মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪১ হাজার ৮৬৯টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ১২  হাজার ৮৩৭টি। এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ২৮৩টি পদ খালি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২১তম অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত সরকারদলীয় সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) প্রশ্নের লিখিত জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগে শূন্যপদ ৩৪ হাজার ৯২৩টি। জননিরাপত্তা বিভাগে শূন্যপদ ২৮ হাজার ৩৫০টি। রেলপথ মন্ত্রণালয়ে শূন্যপদ ১৫ হাজার ৫২৫টি, কৃষি মন্ত্রণালয়ে শূন্যপদ ১৩ হাজার ১৫৫টি, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে শূন্যপদ ৪ হাজার ২৮৩টি। এরকম সব মন্ত্রণালয়ে কমবেশি শূন্যপদ রয়েছে।

পাঁচ ধরনের কোটা অনুসরণ সাপেক্ষে নিয়োগ হয় : মহিলা এমপি সেলিনা বেগমের লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সংসদে জানান, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষার মাধ্যমে সাংবিধানিক অনুশাসন অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদে প্রার্থী মনোনয়ন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের মেধা ক্রমানুসারে পাঁচ ধরনের কোটা পদ্ধতি অনুসরণ সাপেক্ষে চাকরিতে যোগদান করানো হয়।

সর্বশেষ খবর