শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
সম্পাদক পরিষদের সংলাপ

সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের ওপর হুমকি ও ঝুঁকি বাড়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন সম্পাদক, শিক্ষাবিদ এবং অধিকারকর্মীরা। তারা সাংবাদিকদের নিরাপত্তায় একটি অভিন্ন নির্দেশনার জন্য রূপরেখার তৈরির ওপর জোর দিয়েছেন। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে সম্পাদক পরিষদ আয়োজিত ‘সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক আঞ্চলিক সংলাপ’-এ বক্তারা এ মন্তব্য করেন। সংলাপে স্থানীয় ও জাতীয় দৈনিক, স্যাটেলাইট চ্যানেল, অনলাইনে কর্মরত সাংবাদিক, সাংবাদিক ইউনিয়নের নেতা, পত্রিকা, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন।

সাংবাদিকদের জন্য শারীরিক, মানসিক, আইনি এবং প্রযুক্তিগত বিষয়গুলোও যে গুরুত্বপূর্ণ, সংলাপে অংশগ্রহণকারীরা তা স্বীকার করেন। আলোচকেরা সম্পাদক পরিষদ, নোয়াব, পিআইবি, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো সংশ্লিষ্ট সব সংগঠনকে যুক্ত করে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা প্রটোকল চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছেন। দিনব্যাপী সেমিনারে ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের এশিয়াবিষয়ক আঞ্চলিক উপদেষ্টা শ্রীলঙ্কার রঙ্গ কালানসুরিয়া, ভারতের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক রানা আইয়ুব এবং মিডিয়া লিগ্যাল ডিফেন্সের প্রধান নির্বাহী যুক্তরাজ্যের লুসি ফ্রিম্যান অংশ নেন। প্রবীণ সাংবাদিক ও সম্পাদক পরিষদের সদস্য রিয়াজউদ্দীন আহমেদের সভাপতিত্ব ও সঞ্চালনায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক এবং সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্?ফুজ আনাম আলোচনার শুরুতে সাংবাদিকদের নিরাপত্তার প্রেক্ষাপট তুলে ধরেন।

সর্বশেষ খবর