বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ককটেল হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ককটেল হামলার ঘটনায় মামলা

রাজশাহী সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নির্বাচনী পথসভায় বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া থানার এসআই শামীম বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনের নামে বিস্ফোরক আইনে মামলাটি করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া মোড়ে বিএনপির পথসভায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ দুজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়।

নগর পুলিশের উপকমিশনার আমীর জাফর জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

১৩ কাউন্সিলর প্রার্থীর জরিমানা : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসন পরিচালিত সাতটি আলাদা ভ্রাম্যমাণ আদালত ১৩ কাউন্সিলর প্রার্থীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলামকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫০০ টাকা জরিমানা করে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম বাচ্চুকে ১ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মশিউল হক মুন্নাকে ১ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রানা খান ও নুরুল হুদাকে ১ হাজার টাকা করে জরিমানা, ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২৭ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী শফিউর রহমান শফি, নুরুল হুদা ও মনিরুজ্জামানদের প্রত্যেককে ১ হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা করে।

এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদা পারভীনকে ৫০০ টাকা ও শামসুন্নাহারকে ১ হাজার টাকা, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মোমিনকে ১ হাজার টাকা ও ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদ আলীকে ৫০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরমান আলীকে ১ হাজার টাকা জরিমানা করে।

জামায়াতের চার নারী কর্মী আটক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মেয়র প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে রাজশাহীতে জামায়াতের চার নারী কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন ভোটাররা। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নগরীর হরগ্রাম কোর্ট স্টেশন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ ও মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন তারা।

আটকরা হলেন— হরগ্রাম পূর্বপাড়ার আসমা আজিজ (৫২), হরগ্রাম কলেজপাড়ার সেলিনা বেগম (৪০), রানীদীঘি এলাকার মনোয়ারা বেগম (৪৫) ও পূর্ব মোল্লাপাড়ার ময়না বেগম (২৫)।

 রাজশাহীতে বিএনপির প্রচার পথসভায় ককটেল হামলার ঘটনার পরও শান্তিপূর্ণ প্রচারণায় অংশ নিয়েছেন মেয়র প্রার্থীরা। গতকাল নগরীর বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর