বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

উচ্চ মাধ্যমিক ও সমমানের ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সঙ্গে থাকবেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী। বেলা দেড়টায় আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদ্রাসায় ফল জানা যাবে। এছাড়া পাবলিক পরীক্ষা ফল প্রকাশের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ও শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণ করতে পারবেন আগ্রহীরা। এজন্য টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন করতে হবে। মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড দিয়ে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে আগ্রহীদের। পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা জমা দিতে হবে শিক্ষার্থীদের।

উল্লেখ্য, গত ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। এবার সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশ নেয়।

সর্বশেষ খবর