বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা
কোটা নিয়ে স্ট্যাটাস

কুবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি

কোটা সংস্কারের পক্ষে স্ট্যাটাস ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছনা করার ছবি ফেসবুকে শেয়ার করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে হলের হাউস টিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল এ বিষয়টি জানাজানি হয়। জানা গেছে, এক অফিস আদেশের মাধ্যমে ওই শিক্ষককে নজরুল হলের হাউস টিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওইসব স্ট্যাটাস দেশবিরোধী কিনা তা খতিয়ে দেখার জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিকতা তুলে ধরে ফেসবুকে প্রচুর স্ট্যাটাস ও বিভিন্ন লিঙ্ক, ছবি শেয়ার করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আকবর হোসেন। এ নিয়ে ছাত্ররা একটি অভিযোগ হল প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী বরাবরে জমা দেন। পরে হল প্রভোস্ট অভিযোগের অনুলিপি রেজিস্টার শাখায় পাঠালে সোমবার শিক্ষক আকবর হোসেনকে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই নজরুল হলের হাউস টিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামানকে আহ্বায়ক ও প্রক্টর কাজী মো. কামাল উদ্দিনকে সদস্যসচিব করে গঠন করা হয় চার সদস্যের তদন্ত কমিটি।

সর্বশেষ খবর