বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসকদের সাত নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বাস্থ্যসেবা খাতে বিশৃঙ্খল পরিবেশ দূর করতে স্বাস্থ্য অধিদফতর চিকিৎসকদের প্রতি সাত নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং লাইন ডাইক্টের (হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট) অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত ‘চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ নিষ্পত্তিকরণ এবং চিকিৎসা সেবা ও পথ্যের মানোন্নয়ন করণীয় প্রসঙ্গ’ শীর্ষক বিজ্ঞপ্তির নির্দেশনার মধ্যে আছে, চিকিৎসকদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে, সকাল সাড়ে ৮টা থেকে দেড়টা পর্যন্ত বহির্বিভাগে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে, ভর্তি রোগীদের  তথ্যাদি সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে, পথ্যের মান আরএমও/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক দরপত্র মোতাবেক নিশ্চিত করতে হবে, নিজ প্রতিষ্ঠান বা অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপগ্রহণপূর্বক স্বাস্থ্য অধিদফতরে কন্ট্রোল রুম হট লাইন নং (০১৭৫৯১১৪৪৮৮) এ জরুরিভাবে অবহিত করতে হবে, এই নম্বরটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে, সরবরাহকৃত ওষুধের তালিকা নিয়মিতভাবে কর্তব্যরত চিকিৎসকদের কাছে হালনাগাদ করে পৌঁছাতে হবে, যেন তারা সরবরাহকৃত ওষুধ ব্যবস্থাপত্রে লেখেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং লাইন ডাইক্টের (হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট) অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘স্বাস্থ্য খাতে শৃঙ্খলা আনতে আমরা দেশের সরকারি সব হাসপাতালে একটি নির্দেশনা দিয়েছি। এ নির্দেশনা দ্রুত এবং যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। আমরা চাই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরে আসুক। সবাই সরকারি সেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করুক।’

সর্বশেষ খবর