বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা
রাইফা হত্যা

চারজনকে অভিযুক্ত করে এজাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশুকন্যা রাইফা খানের মৃত্যুর ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন রুবেল খান। গতকাল বিকালে নগরের চকবাজার থানায় এজাহার দায়ের করেন তিনি। এজাহারে অভিযুক্তরা হলেন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী (৫৭), শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী (৫০), কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত (৩২), ডা. শুভ্র দেব (৩২)। রুবেল খান বলেন, ‘এজহার দায়ের করেছি। আমি এ ঘটনার বিচার চাই।’ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাইফা খানের মৃত্যুর ঘটনায় তার বাবা রুবেল খান থানায় এজাহার জমা দিয়েছেন। আমরা এটি গ্রহণ করেছি। যাচাই-বাছাইর পর মামলা হিসেবে গণ্য করা হবে।’

প্রসঙ্গত, ২৯ জুন রাতে নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে রাইফা খান। মৃত্যুর পর রাইফার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, দায়িত্বরত চিকিৎসকদের ভুল চিকিৎসা ও অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে আসছে।

সর্বশেষ খবর