বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এবারও দুদকে হাজির হননি এসপি মিজান

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে পুলিশ সুপার পদমর্যাদার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানকে দুই দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি হাজির হননি। তার বিরুদ্ধে নকল সারের কারখানা পরিচালনা এবং নিজের বাড়ি নির্মাণে পুলিশের ৬০ জন সদস্যকে কাজে লাগানোর অভিযোগ রয়েছে। অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে ওই পুলিশ কর্মকর্তাকে গত ২৯ মে প্রথম দফায় ও গতকাল ১৮ জুলাই দ্বিতীয় দফায় হাজির হতে পৃথক চিঠি দেওয়া হয়েছিল। দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

 দুদক সূত্র জানান, প্রথম দফায় ‘ওমরাহ হজ করতে সৌদি যাবেন’ এমন অজুহাতে হাজির হননি তিনি। তবে দ্বিতীয় দফায় আবার সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন?্য ডাকা হয়েছিল। এবারও তিনি হাজির হননি। কেন হাজির হতে পারেননি সে সম্পর্কে কিছু জানাননি মিজানুর রহমান। দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ অভিযোগগুলো অনুসন্ধান করছেন। মিজানুর রহমানের ঠিকানায় চিঠি পাঠানোর পাশাপাশি তাকে দুদকে হাজির করার প্রয়োজনীয় ব?্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠিতে অনুরোধ করা হয়েছিল।

সর্বশেষ খবর