বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভেজালবিরোধী অভিযানে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কল্যাণপুর ও গাবতলী এলাকায় গতকাল ভেজালবিরোধী অভিযানে মোট ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, পণ্যের মোড়কে মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগে ১২টি প্রতিষ্ঠানকে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল ও জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।  জানা যায়, কল্যাণপুরের আলিফ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, হক ফুডকে ৩ হাজার টাকা, মায়ের দোয়া স্টোরকে ৫ হাজার টাকা, আশেকে রাসুল হোটেলকে ১০ হাজার টাকা ও কুটুম রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গাবতলী এলাকার ঐশী জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা, আপ্যায়ন হোটেলকে ১১ হাজার টাকা, জাকের হোটেলকে ১০ হাজার টাকা, মোল্লা হোটেলকে ১০ হাজার টাকা, হালিম স্টোরকে ৩ হাজার টাকা, নিরালা হোটেলকে ১০ হাজার টাকা এবং হানিফ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর