বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কী মধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডে

দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে ১০ কর্মকর্তা!

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ঘুরেফিরে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কর্মরত আছেন উপ-সচিব, উপ-কলেজ পরিদর্শক, উপ-বিদ্যালয় পরিদর্শকসহ বোর্ডের শীর্ষ ১০ কর্মকর্তা। মন্ত্রণালয়ের অজুহাত দেখিয়ে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তা নানাভাবে বোর্ডকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কৌশলী তদবিরও করছেন। শিক্ষা বোর্ডের এসব কর্মকাণ্ড দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে থাকার জন্য কর্মকর্তাদের এ আগ্রহের কারণ কী? এখানে ‘এত কী মধু’ যে ঘুরেফিরে বছরের পর বছর বোর্ডে চাকরি করতে হবে? শীর্ষ এ কর্মকর্তাদের মধ্যে আবার অনেকেই বিএনপি-জামায়াত সমর্থিত। তাছাড়া বোর্ডের কর্মকর্তারা নিয়মতান্ত্রিক ৩ বছর পর অন্যত্র না  গিয়ে বদলি ঠেকাতে মন্ত্রণালয়সহ দায়িত্বশীলদের কাছে কৌশলী তদবিরও করছেন। তবে বোর্ডে এসব কর্মকর্তাদের মধ্যে অনেকেই সিনিয়র-জুনিয়র কর্মকর্তাসহ নানাবিধ কারণে নিজেদের মধ্যে চাপা ক্ষোভও রয়েছে। শিক্ষা বোর্ড ও  নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর ধরেই বিভিন্ন পদে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কর্মরত আছেন উপ-সচিব রেজা মো. এনামুল হক চৌধুরী। একইভাবে বিভিন্ন বছর ধরে ঘুরেফিরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডেই চাকরি করছেন হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মো. ইকবাল হোসেন (১০ বছর), উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম (৮ বছর), উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আবুল মনছুর ভুইয়া (১৩ বছর), সহকারী মূল্যায়ন কর্মকর্তা শুক্লা রক্ষিত (৫ বছর), সহকারী সচিব মো. সাইফুদ্দিন (৪ বছর), সহকারী বিদ্যালয় পরিদর্শক খোরশেদ আলম (১২ বছর-বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে এবং নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন ওই পদের বিপরীতে), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রসনজিৎ পাল (৮ বছর), সহকারী সচিব সম্পাতা তালুকদার (৮ বছর)। আট বছর ধরে শিক্ষা বোর্ডে আছেন জানিয়ে উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম বলেন, এখানে শুধু ডেপুটেশনে নয়, অনেকেই স্থায়ী কর্মকর্তারাও আছেন। যেসব বিষয়ে মন্ত্রণালয়ের আদেশ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, পদায়নের বিষয়ে সব কিছুর এখতিয়ার মন্ত্রণালয়ের। এখানে চেয়ারম্যানের (শিক্ষা বোর্ড) কোনো ক্ষমতা নেই। এখানে সবাই ডেপুটেশনে এসেছি। এর মেয়াদ ৩ বছর হলেও মন্ত্রণালয় ইচ্ছা করলে কর্মকর্তারা আরও বেশি সময় থাকতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে সাবেক ও বর্তমান একাধিক বোর্ড কর্মকর্তা-কর্মচারী বলেন, বোর্ডে কর্মকর্তারা ৩ বছরের ডেপুটেশনে এলেও বছরের পর বছর ক্ষমতার দাপটে একটি সিন্ডিকেট করে একক নিয়ন্ত্রণ গড়ে তোলেন। অধিকাংশ কর্মকর্তারা প্রথম শ্রেণির গেজেডেট কর্মকর্তা হলেও শিক্ষা বোর্ডে এসে ২য় শ্রেণির কর্মকর্তা হিসেবে থাকতে আনন্দ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

সর্বশেষ খবর