বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কাউন্সিলরে এগিয়ে আওয়ামী লীগ

সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পরাজয় ঘটলেও কাউন্সিলর পদে জয়ের দিক থেকে এগিয়ে আছে দলটি। নির্বাচনের বেসরকারি ফলাফল অনুসারে, সিসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা। বিএনপিদলীয় নেতারা ৮টি ওয়ার্ডে, দুটিতে জামায়াত নেতা এবং বাকি তিনটি ওয়ার্ডে নির্দলীয় ব্যক্তিরা বিজয়ী হয়েছেন। এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৯টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন ৩টিতে, সমান সংখ্যক ওয়ার্ডে বিজয়ী হয়েছে বিএনপি এবং নির্দলীয় প্রার্থী জিতেছেন ২টি ওয়ার্ডে। অপর ওয়ার্ডে দুই  প্রার্থীর ভোট সমান হওয়ায় এটিতে পুনরায় ভোট গ্রহণ করা হবে। তবে এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় থাকায় উভয় প্রার্থীই আওয়ামী লীগের সমর্থক। নির্বাচনের বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ লায়েক, ৭ নম্বর ওয়ার্ডে আফতাব হোসেন খান, ৮ নম্বর ওয়ার্ডে ইলিয়াছুর রহমান ইলিয়াস, ৯ নম্বর ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১০ নম্বর ওয়ার্ডে তারেক উদ্দিন তাজ, ১১ নম্বর ওয়ার্ডে রকিবুল ইসলাম ঝলক, ১৩ নম্বর ওয়ার্ডে শান্তনু দত্ত সনতু, ২০ নম্বর ওয়ার্ডে আজাদুর রহমান আজাদ, ২২ নম্বর ওয়ার্ডে সালেহ আহমদ সেলিম, ২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৫ নম্বর ওয়ার্ডে তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডে তৌফিক বক্স লিপন এবং ২৭ নম্বর ওয়ার্ডে আজম খান। ৮টি ওয়ার্ডে বিএনপির বিজয়ী কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদী, ৪ নম্বর ওয়ার্ডে রেজাউল হাসান কয়েস লোদী, ৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ চৌধুরী শামীম, ১২ নম্বর ওয়ার্ডে সিকন্দর আলী, ১৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডে ছয়ফুল আমীন বাকের, ১৮ নম্বর ওয়ার্ডে এ বি এম জিল্লুর রহমান উজ্জল এবং ২১ নম্বর ওয়ার্ডে আবদুর রকিব তুহিন। জামায়াত সমর্থিত দুই কাউন্সিলর হলেন ১৬ নম্বর ওয়ার্ডে আবদুল মুহিত জাবেদ এবং ২৪ নম্বর ওয়ার্ডে সোহেল আহমদ রিপন। আর নির্দলীয় তিন কাউন্সিলর হচ্ছেন ৫ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ এবং ১৯ নম্বর ওয়ার্ডে শওকত আমীন তৌহিদ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের নির্বাচিতরা হচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে এডভোকেট সালমা সুলতানা, ৪ নম্বর ওয়ার্ডে মাসুদা সুলদানা এবং ৬ নম্বর ওয়ার্ডে শাহানারা বেগম। বিএনপির নির্বাচিত নারী কাউন্সিলররা হচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে ৩ নম্বর আসনে রেবেকা বেগম রেনু, ৫ নম্বর ওয়ার্ডে শাহানা বেগম শানু এবং ৯ নম্বর ওয়ার্ডে রোকসানা বেগম শাহনাজ। আর নির্দলীয় বিজয়ীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে কুলসুমা বেগম পপি এবং ৮ নম্বর ওয়ার্ডে রেবেকা আক্তার লাকী।

এ ছাড়া সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে সমান সংখ্যক ভোট পেয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী নাজনীন আক্তার কণা এবং নারগিস সুলতানা।

সর্বশেষ খবর