বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সরকারি কর্মকর্তারা গৃহনির্মাণে পাবেন ৭৫ লাখ টাকা ঋণ

প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান নীতিমালা ২০১৮-এর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর গতকাল এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চাকরি স্থায়ী হওয়ার পর থেকে ৫৬ বছর বয়স পর্যন্ত এ ঋণ নেওয়ার সুযোগ থাকছে সরকারি কর্মচারীদের। বাড়ি নির্মাণের জন্য একক ঋণ, জমি ক্রয়সহ বাড়ি নির্মাণের (আবাসিক) জন্য গ্রুপভিত্তিক ঋণ, জমিসহ তৈরি বাড়ি বাড়ি কেনার জন্য একক ঋণ এবং ফ্ল্যাট কেনার জন্য এই ঋণ নেওয়া যাবে। একজন সরকারি কর্মচারী দেশের যে কোনো এলাকায় গৃহনির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য এই ঋণ পাবেন। ঋণের সুদ ১০ শতাংশ ধরা হলেও এরমধ্যে ৫ শতাংশ সরকার ভর্তুকি দেবে। বাকি ৫ শতাংশ সুদ ঋণগ্রহীতা পরিশোধ করবে। সর্বোচ্চ ২০ বছরে এই ঋণ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুর রউফ তালুকদার প্রজ্ঞাপনটিতে সই করেছেন। এটি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আওতায় গঠিত একটি আন্তমন্ত্রণালয় কমিটি এই নীতিমালার বাস্তবায়ন পরিবীক্ষণ করবে। সরকারের আওতাধীন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর ও কার্যালয়গুলোতে স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত বেসামরিক কর্মচারীরা কেবল এ গৃহঋণ সুবিধা পাবেন। সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক, খণ্ডকালীন ও অস্থায়ীভিত্তিতে নিযুক্ত কেউ এ ঋণ সুবিধা পাবেন না। এ ছাড়া কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে বা দুর্নীতির মামলার ক্ষেত্রে অভিযোগপত্র দাখিল হলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ঋণের অযোগ্য হবেন। জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড থেকে প্রথম গ্রেডভুক্ত কর্মকর্তা, যাদের বেতন স্কেল ৪৩ হাজার বা তারও বেশি তাঁরা প্রত্যেকে ঢাকাসহ সব সিটি করপোরেশন ও বিভাগীয় সদরে গৃহনির্মাণ ঋণ পাবেন ৭৫ লাখ টাকা। জেলা সদরে এটি ৬০ লাখ ও অন্যান্য এলাকায় ৫০ লাখ টাকা হবে। নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড সব সিটি করপোরেশন ও বিভাগীয় সদরে ৬৫ লাখ, জেলা সদরে ৫৫ লাখ ও অন্যান্য এলাকায় ৪৫ লাখ টাকা ঋণ পাবেন। ১০ম থেকে ১৩তম গ্রেডে সিটি করপোরেশনে ও বিভাগীয় সদরে ৫৫ লাখ টাকা, জেলা সদরে ৪০ লাখ ও অন্যান্য এলাকায় ৩০ লাখ টাকা ঋণ পাবেন। ১৪তম গ্রেড থেকে ১৭তম গ্রেডে সিটি করপোরেশনে ও বিভাগীয় সদরে ৪০ লাখ, জেলা সদরে ৩০ লাখ ও অন্যান্য এলাকায় ২৫ লাখ টাকা ঋণ পাবেন। আর ১৮তম গ্রেড থেকে ২০তম গ্রেডে সিটি করপোরেশন ও বিভাগীয় সদরে ৩৫ লাখ টাকা, জেলা সদরে ২৫ লাখ ও অন্যান্য এলাকার জন্য পাবেন ২০ লাখ টাকা।

সর্বশেষ খবর