মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ৩ কোটি ৩৬ লাখ টাকার চালান আটক

বন্ড সুবিধার অপব্যবহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়তলী এলাকায় বন্ড সুবিধার অপব্যবহার করে রেমন্ড ব্র্যান্ডের ফেব্রিক্স আমদানি করায় ৩ কোটি ৩৬ লাখ টাকার চালান আটক করেছে কাস্টম কর্মকর্তারা। এতে সুফি অ্যাপারেলস লিমিটেডের এ চালানটি খালাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল চট্টগ্রামের কদমতলীর সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স গফুর এন্টারপ্রাইজ এ চালানটি খালাসের দায়িত্বে ছিল বলে কাস্টম হাউসের উপকমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কাস্টম কমিশনার ড. একেএম নূরুজ্জামানের নির্দেশে কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা চালানটির কায়িক পরীক্ষা করে। শতভাগ কায়িক পরীক্ষায় ৭৫ শতাংশ পলিস্টার ফেব্রিক্স ও ২৫ শতাংশ রেয়ন ফেব্রিক্স ২৭ হাজার ৩০০ কেজির বদলে সমপরিমাণ রেমন্ড ব্র্যান্ডের পেন্টিং ফেব্রিক্স পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক ১ কোটি ৭৬ লাখ টাকা এবং মোট শুল্ককরের পরিমাণ আনুমানিক ১ কোটি ৬০ লাখ টাকা (অর্থদণ্ডও জরিমানা ছাড়া)। শুল্ককরসহ পণ্য চালানটির মোট মূল্য প্রায় ৩  কোটি ৩৬ লাখ টাকা।

সর্বশেষ খবর