মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দুই মামলায় আসামি সাড়ে ১২০০

আওয়ামী লীগ অফিসে হামলা

নিজস্ব প্রতিবেদক

দুই মামলায় আসামি সাড়ে ১২০০

আওয়ামী লীগের ধানমন্ডির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ধানমন্ডি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত সাড়ে ১২০০ জনকে। গতকাল সন্ধ্যায় দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাদী হয়ে মামলা দুটি করেন। একটি মামলা হয়েছে ৪ আগস্ট দলীয় নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর, দলীয় নেতা-কর্মীদের আহতের ঘটনায় এবং অপরটি ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা করার ঘটনায়। এ প্রসঙ্গে মামলার বাদী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৪-৫ আগস্ট দলের কার্যালয়ে হামলা এবং নেতা-কর্মীদের আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ নেই। হামলাকারীদের ভিডিও ও ছবি থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় দলের আইন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং উপস্থিত ছিলেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, একটি মামলায় আসামি করা হয়েছে সাড়ে ৫০০ জনকে এবং অপর মামলাটিতে অজ্ঞাত প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর