মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতা কর্মসূচি

খুলনায় চালকদের জন্য ‘হেলথ কার্ড’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় যানবাহন চালকদের জন্য ‘হেলথ কার্ড’ তৈরি করছে সিভিল সার্জন অফিস। এ কার্ডের আওতায় চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হবে। গতকাল খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতাবিষয়ক কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, নগরীর যানচলাচলে শৃঙ্খলা আনতে শহরে যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ ও শহরে চলাচলরত ইজিবাইককে সঠিক ব্যবস্থাপনায় আনতে হবে।

সর্বশেষ খবর