বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বড় বাজেট পাচ্ছে খুলনাবাসী

জলাবদ্ধতা নিরসন ও সড়ক উন্নয়নে নজর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বড় বাজেট পাচ্ছে খুলনাবাসী

বাস্তবায়নের সক্ষমতা কমলেও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এ যাবতকালের সবচেয়ে বড় বাজেট আসছে। ২০০ কোটি টাকা বাড়িয়ে ২০১৮-১৯ অর্থবছরে ৬৪০ কোটি টাকার বাজেট প্রায় চূড়ান্ত। যাচাই-বাছাই শেষে আগামী সপ্তাহে এই বাজেট উপস্থাপন করা হবে। প্রস্তাবিত দুটি প্রকল্পে সরকারি অনুদান প্রাপ্তিতে ‘সবুজ সংকেত’ পাওয়ায় বড় আকারের এই বাজেট তৈরি করা হয়েছে।  জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে খুলনা সিটি করপোরেশনের বাজেট ছিল ৪৪০ কোটি টাকা টাকা। কিন্তু বেশকিছু প্রকল্পের অর্থ না পাওয়ায় ওই বাজেটের ৪০ শতাংশই বাস্তবায়ন করা যায়নি। সরকারি অনুদানের পাশাপাশি দাতা সংস্থার অনুমোদিত প্রকল্পে অর্থ না পাওয়ায় বাজেট বাস্তবায়নে বড় ধাক্কা লাগে। তবে এবার জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে ৮৪৩ কোটি টাকা এবং সড়ক মেরামত ও উন্নয়নে ৬০৮ কোটি টাকার দুটি প্রকল্প একনেকে অনুমোদনের সম্ভাবনা থাকায় বাজেটের পরিমাণ বাড়ছে। কেসিসির অ্যাকাউন্টস  অফিসার ডা. রেজাউল করিম জানান, চলতি অর্থবছরের জন্য সবচেয়ে বড় বাজেট তৈরি করেছে সিটি করপোরেশন। বাজেটের আকার দাঁড়িয়েছে ৬৩৫ থেকে ৬৪০ কোটি টাকা। তবে ঘোষণার আগে টাকার অংক কিছুটা কম-বেশি হতে পারে। তিনি বলেন, রাজস্ব আয়-ব্যয়ের খাতগুলোকে যাচাই-বাছাই করে আগামী সপ্তাহে বাজেট উপস্থাপন করা হতে পারে। জানা যায়, নতুন বাজেটে রাজস্ব তহবিল থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৪ কোটি টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের থোক বরাদ্দ ও প্রকল্পে বরাদ্দ থেকে ২৭১ কোটি টাকা এবং দাতা সংস্থার কাছ থেকে ১৮৩ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। গত অর্থবছরে এই দুই খাত থেকে পাওয়া গেছে ২০ কোটি টাকা। এর আগের বছর পাওয়া গিয়েছিল মাত্র ১২ কোটি টাকা। কেসিসির অর্থবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শেখ মো. গাউসুল আযম জানান, শহরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে। তিনি বলেন, সময়মতো ফান্ড না পাওয়ায় বিগত দুই বছরে বাজেট বাস্তবায়নে কিছুটা জটিলতা হয়েছে। তবে সরকারি অনুদান ও দাতা সংস্থার প্রকল্পের অর্থ পাওয়া গেলে বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়বে।

সর্বশেষ খবর