বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রামে প্রদর্শনী

‘পাভেল রহমানের ক্যামেরায় বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘পাভেল রহমানের ক্যামেরায় বঙ্গবন্ধু’

চট্টগ্রামের চারুকলা আর্ট গ্যালারিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘পাভেল রহমানের ক্যামরায় বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রপ্রদর্শনী —বাংলাদেশ প্রতিদিন

স্বাধীন দেশে ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আলোকচিত্রী-সাংবাদিক পাভেল রহমানের তোলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা ছবি নিয়ে চারুকলা আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ‘পাভেল রহমানের ক্যামেরায় বঙ্গবন্ধু’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী। গতকাল দুপুরে বাদশা মিঞা সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রদর্শনী শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। মো. আবদুল মান্নান বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্য কারাগারে গেছেন, যে ব্যক্তি সারা জীবন বঙ্গবন্ধুর ক্ষতি করে গেছেন তাকেও সম্মান করে ‘জনাব’, ‘সাহেব’ বলে ডাকতেন। তিনি মানুষকে সম্মান করতে জানতেন। আমি তাঁর অনেক লেখা পড়েছি। সেখানে মানুষকে সম্মান দেওয়ার বিষয়টি পেয়ে অভিভূত হয়েছি।” বিভাগীয় কমিশনার বলেন, ‘কিছু কারণে নতুন প্রজন্ম এখনো বিভ্রান্ত। এমনকি কোনো কোনো পরিবার তাদের সন্তানকে সঠিক ইতিহাস শেখাতে পারছে না।  বাংলাদেশ, বাঙালি জাতি এবং এই অভ্যুদয়ের ইতিহাসের মূল কারিগর কারা? এসব সঠিক ইতিহাস সন্তানদের জানতে দিতে পারিনি। এখন সুযোগ এসেছে সন্তানদের সঠিক ইতিহাস জানানোর।’

সর্বশেষ খবর