বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
ক্রয় কমিটির অনুমোদন

১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে সৈয়দপুরে

নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এইচএসডিভিত্তিক সিম্পল সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দায়িত্ব পেয়েছে চীনের ডংফেং ইলেকট্রিক করপোরেশন। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে সরকারের ব্যয় হবে ৫৬৮ কোটি ২৯ লাখ ৫৯ হাজার টাকা। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও কমিটি শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দেশের আটটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পের সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। জাইকার অর্থায়নে এই প্রকল্পের জন্য ব্যয় হবে ৫৫ কোটি ৮৭ লাখ টাকা।

কমিটি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভেরিয়েশনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই প্রস্তাব বাস্তবায়নে ব্যয় হবে ৩২৬ কোটি ৯৩ লাখ টাকা। ১৮ হাজার ১৩০টি সরকারি অফিসের নেটওয়ার্ক সংযোগ স্থাপন ও ব্যবস্থাপনার জন্য তিনটি এনটিটিএন প্রতিষ্ঠানের সঙ্গে সেবা ক্রয়ের চুক্তির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই প্রস্তাব বাস্তবায়নে ব্যয় হবে ১০৫ কোটি ৭৫ লাখ ১৪ হাজার টাকা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জন্য দুটি বেইজমেন্টসহ ২০ তলা প্রধান কার্যালয় নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে সরকারের ব্যয় হবে ১৩৭ কোটি ৩৫ লাখ টাকা। ঢাকার মিরপুরের ৬ নম্বর সেক্টরে সরকারি কর্মকর্তাদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

এতে ব্যয় হবে ১২২ কোটি ৬১ লাখ টাকা। ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ১২৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ঢাকা-সিলেট-তামাবিল-জাফলং জাতীয় মহাসড়কের জৈন্তা থেকে জাফলং পর্যন্ত তামাবিল ল্যান্ডপোর্ট কানেক্টিং ও বল্লাঘাট সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ ছাড়াও কমিটি গ্রামীণ জনগোষ্ঠী উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ৩৮ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মোস্তাফিজুর রহমান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাদের পরিবারকে সম্মাননা প্রদানের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রেস্ট ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

সর্বশেষ খবর