বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
আরএনবিতে সিপাহি নিয়োগ

তোলপাড় ও চাপা ক্ষোভ রেলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহি-১৮৫ পদের নিয়োগের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে তোলপাড় শুরু হয়েছে। গতকাল সকালে সিপাহি নিয়োগের ফলাফল ঘোষিত হয়। এ সময় সিপাহি পদে চাকরিপ্রত্যাশী ও স্বজনরা অভিযোগ করেন, শত যোগ্যতা থাকলে টাকা না দিলে চাকরি হয় না। আবার যোগ্যতা নেই টাকা এবং লাইন (চ্যানেল) থাকলেও ঘরে বসেও চাকরি হবে।

সরেজমিনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি নিয়োগের অনেক অনিয়মের চিত্রসহ নানাবিধ তথ্য দিয়েছেন হতাশাগ্রস্ত চাকরি বঞ্চিতরা। এসবের মধ্যে সিপাহি নিয়োগে কোটা বিভাজনে অনিয়ম, যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও নেওয়া হয়নি, নিয়োগ কমিটির আহ্বায়কের বাসা ঘেরাও, জেলা কোটায় অনিয়ম, টাকা নিয়ে চাকরি না দেওয়া, টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের চাকরি দিতে জিএম-আহ্বায়কের গোপন বৈঠক, টাকার বিনিময়ে অনেক বিএনপি-জামায়াত সমর্থিত লোকও চাকরি পেয়েছেন, নেওয়ার ভিডিও ও অডিও রেকর্ড আছে এমন আলোচনায় তোলপাড় হচ্ছে রেল অঙ্গনে। এসব বিষয়সহ আলোচিত সিপাহি নিয়োগ ও আরএনবি-এর নানাবিধ বিষয়ে দুদক, গোয়েন্দা সংস্থা এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পৃথক তদন্ত কমিটি করলে এ নিয়োগের আসল রহস্য বের হয়ে আসবে বলে জানান একাধিক চাকরিবঞ্চিতরা। তাছাড়া সরকারের শেষ সময়ে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেনসহ রেল অঙ্গনকে বিতর্কিত করতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে বলেও অভিযোগ তাদের। নিয়োগ কমিটির অন্যতম সদস্য ও এসপিও সিরাজুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানে অনেকেই সুপারিশ করেন সবার চাকরি তো হয় না। এখানে যারা চাকরি পেয়েছেন তারা খুশি হবেন আর যারা পাননি তারা একটু হতাশাগ্রস্ত তো হবেনই। তবে নিয়োগ বাণিজ্যের কোনো অভিযোগের বিষয়ে কিছু জানি না। আর কেউ বাণিজ্য করলে গোপনেই তো করবে বলে জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর