বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ইসি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে আশাবাদ ইসলামী ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে এবং নির্বাচন কমিশন (ইসি) একটি নিরপেক্ষ নির্বাচন উপহার  দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব এম সোলায়মান ফরিদ। তিনি বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট ১০০ আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিয়েছে। গতকাল ইসলামী ছাত্রসেনার দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন মৌলানা ওবায়দুল হক, মৌলানা ইলিয়াছ শিকদার, কাজী সুলতান, আবু সাঈদ শাফিন, রাহাত হাসান রাব্বী, এম. ওলিউর রহমান, গোলাম মোস্তফা, আবদুল মতিন, মোহাম্মদ রাসেল প্রমুখ। এম সোলায়মান ফরিদ অবিলম্বে প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবি ও হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে হত্যার মূল রহস্য উন্মোচনের দাবি জানান।

সর্বশেষ খবর