বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুর্গাপূজায় গুজব ছড়ালে তাত্ক্ষণিক ব্যবস্থা : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কোনো ব্যক্তি গুজব ছড়াতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে তার বিষয়ে তাত্ক্ষণিক যথাযথ ব্যবস্থা নিতে হবে। গতকাল বিকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় আইজিপি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সভায় প্রতিমা তৈরির সময় স্বেচ্ছাসেবক নিয়োগ, পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহারের জন্য পূজা উদ্যাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর