বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে জনদুর্ভোগ লাঘবে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীর বড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় ড্রেনের জায়গা দখল করে দুই যুগ আগে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব উচ্ছেদ করা হয়। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় কয়েকজন ড্রেনের জায়গা দখল করে অবৈধভাবে বসত ঘর তৈরি করার কারণে পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে বর্ষায় এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত দেড় যুগ ধরেই এভাবে চলে আসছে বলে অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের। কিন্তু এখন উচ্ছেদ হওয়ায় এ সমস্যা আর থাকবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘ড্রেন নির্মাণে পৌরসভা ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্প নিলেও অবৈধ স্থাপনার কারণে সেটি বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর