বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুদকে হাজির হতে এক মাস সময় চেয়েছেন বিকল্পধারা মহাসচিব

নিজম্ব প্রতিবেদক

অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে একমাস সময় চেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান। আজ দুদকে হাজির হওয়ার সময় নির্ধারিত ছিল। মেজর মান্নানের পক্ষে অন্য একজন এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আবদুল মান্নান বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। আবেদনের বিষয়টি দুদক সূত্র নিশ্চিত করেছে। দুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক মেজর মান্নানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা ঋণ অনিয়মের তথ্য পায়। ২০১৫ সালে দুদককে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক  থেকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে দুদক ২০১৬ সালে অনুসন্ধান শুরু করে। ওই অনুসন্ধানের অংশ হিসেবে তাকে তলব করা হয়েছে। সূত্র আরও জানায়, বিআইএফসি থেকে নামে-বেনামে আবদুল মান্নান ও তার পরিবারের সদস্য, পরিচালক এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে ৫১৮ কোটি টাকা বের করে নেন। এই অনিয়মের বিষয়টি তখন স্বীকার করেন প্রতিষ্ঠানের  চেয়ারম্যান আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুম। পাশাপাশি অনিয়মের মাধ্যমে নেওয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতিও দেন তারা।

এর মধ্যে ২০১৬ সালে ১২০ কোটি টাকা পরিশোধ করেন। বাকি টাকা এখনো অপরিশোধিত থেকে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর