বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে কাজ করছে ডিপিডিসি

—বিদ্যুৎ সচিব

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ডিপিডিসির দশম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গতকাল বিকালে বিদ্যুৎ ভবনে ডিপিডিসির পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতে আমূল পরিবর্তন হয়েছে। দেশের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা। এই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে ডিপিডিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিপিডিসির ১০ বছরের সাফল্য ও সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, গ্রাহকদের আধুনিক সেবা দিতে আধুনিক মিটার ব্যবস্থা বা স্মার্ট গ্রিড ও অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই) বাস্তবায়ন করতে যাচ্ছে ডিপিডিসি। এতে করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে তথ্য জমা হবে। কত বিদ্যুৎ ব্যবহার হয় তা পরিমাপ ও ভোল্টেজ নিরীক্ষণ করা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর