বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অনলাইন ইন্স্যুরেন্স সেবা নিয়ে এলো গার্ডিয়ান লাইফ

নিজস্ব প্রতিবেদক

ইন্স্যুরেন্স সেক্টরে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লাগাতে গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে আধুনিক এবং নতুন প্রযুক্তির অনলাইন লাইফ ইন্স্যুরেন্স সেবা ‘ইজিলাইফ’।

দিন কিংবা রাতের যে কোনো সময় মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে মাত্র ১৫ মিনিটেই কোনো রকম মেডিকেল টেস্টের ঝামেলা ছাড়াই একজন কাস্টমার হতে পারেন ইজিলাইফ পলিসিহোল্ডার। এর মাধ্যমে বার্ষিক সর্বনিম্ন ১৮৩৪ টাকায় সর্বোচ্চ ১০ লাখ টাকার কাভারেজ পাওয়া যাবে। সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে ডিজিটাল অনলাইন টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ইজিলাইফের উদ্বোধন করা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গেস্ট অব অনার ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর